ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্মশান ঘাটে মরদেহ সৎকার করতে গিয়ে মৌমাছির কামড়ে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনকে দ্রæত চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত ব্যক্তিরা স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন।
মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের স্থানীয় শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।
নাপিতপাড়া গ্রামের দিগেন শর্মা জানান, মঙ্গলবার ভোররাতে প্রতিবেশী ভবেশ রায় (৬২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলে তার মরদেহ সকালে সৎকারের জন্য শ্মশান ঘাটে নিয়ে যায়। সৎকার কাজে ৩ শতাধিক মানুষ অংশ নেয়। শ্মশান ঘাটে পৌছলে একদল মৌমাছি আক্রমণ করে। মৌমাছির কামড়ে সুরেশ চন্দ্র, বাবুল শর্মা, নির্মল শর্মা, ফাগু শর্মা, মহেষ শর্মাসহ প্রায় অর্ধ শতাধিক আহত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মিঠুন দেবনাথ বলেন, মোমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।