বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ের বোদা উপজেলা সহ তার গ্রামের বাড়ি সাতখামারে আনন্দের বন্যায় ভাসছে। সাদ্দাম ছাত্রলীগের সভাপতি হওয়ার খবর পাওয়ার সাথে সাথে আশ পাশের লোকজন ছুটে যান তার গ্রামের বাড়িতে। ছাত্রলীগের সভাপতি ঘোষণার পর থেকে সাদ্দামের গ্রামের বাড়িতে বর্তমানে চলছে মিষ্টি বিতরণ। পঞ্চগড়ের এই কৃতি শিক্ষার্থী মেধাবী ছাত্রনেতা সভাপতি নির্বাচিত হওয়ায় বোদা উপজেলা ছাত্রলীগ সহ জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। এই প্রথম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি পঞ্চগড়ের ছেলে নির্বাচিত হয়েছে। সাদ্দাম ছাড়া ছাত্রলীগ প্রতিষ্ঠার পর আর কেউ সভাপতি পদ অলংকৃত করতে পারেনি। গতকাল বুধবার বিকেলে সাদ্দামের পরিবারবর্গ ও এলাকাবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলটি বোদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।