উপজেলা নির্বাচনের প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বক্তারা
স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক উপজেলা পরিষদ
গঠনের জন্য আমরা প্রার্থী হয়েছি
বুধবার বালুবাড়িস্থ ডেমোক্রেসি ওয়াচ ট্রেনিং সেন্টারে জেলা নাগরিক প্লাটফর্ম দিনাজপুরের আয়োজনে এবং আস্থা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ অংশগ্রহনকারী প্রার্থীদের সাথে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন হতে আগত ভোটারদের বিশেষ করে যুবক-যুবতী, আদিবাসী কিশোরী ও নতুন প্রজন্ম ভোটারদের সাথে আনন্দ মূখর পরিবেশে উপজেলা নির্বাচনে ভোট দিতে উৎসাহিত করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
“মাদককে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা নাগরিক প্লাটফর্ম দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। আসন্ন উপজেলা নির্বাচন-২০২৪ এ চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল হাবীব সুমন (ঘোড়া মার্কা), ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রীনা কুমারী রায় পারুল (তালা মার্কা), আহসানুজ্জামান চঞ্চল (চশমা মার্কা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসমিন লুনা (প্রজাপতি মার্কা) মত বিনিময় সভায় ভোটরদের উদ্দেশ্যে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক উপজেলা পরিষদ গঠনের জন্য আমরা প্রার্থী হয়েছি। আমরা বিজয়ী হলে বেকারত্ব দূর, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টার করবো। বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল মেরামত প্রশিক্ষণ, সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আমরা সহিংসতা মুক্ত নির্বাচন চাই, ভোটার অধিকার নিশ্চিত করে শান্তি ও সম্প্রীতির দেশ গড়তে চাই। স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্ম দিনাজপুরের জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান। এসময় নাগরিক প্লাটফর্ম দিনাজপুরের সদস্য সচিব তারিকুজ্জামান তারেক, যুগ্ম সচিব আফসানা ইমু, সদস্য জিন্নাত রহমান, লায়লা চৌধুরী, শুক্লা কুন্ডুসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় অংশ নেন মোঃ খাদেমুল ইসলাম, হাবিবা আক্তার মিম, রেখা প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজকর্মী ও কমিটির সদস্য মুকিদ হায়দার শিপন।