পীরগঞ্জ প্রতিনিধিঃ ‘অন্তর থেকেই গানকে ভালোবাসি, গান নিয়ে সময় কাটে’ এমন কথাই বলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা।‘ আখ ক্ষেতে ছাগল বন্দি’, ‘অন্তরেতে দাগ লাগাইয়ারে’ ইত্যাদি জনপ্রিয় গানের পর সংগীতমহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। ‘বন্ধে পান খাইতো’ শিরোনাম-এর গান নিয়ে আসছেন ‘উর্বশী গানের সিঁড়ি’তে।
বন্ধুর মন খারাপে প্রেয়সী অত্যন্ত চিন্তিত। আগে বন্ধু গান গাইতো, কথা কইতো, হাসতো কিন্তু হঠাৎ বন্ধুর কী হলো! বন্ধু গানও গায় না, কথাও কয় না, পানও খায় না’। এমন কথা দিয়েই গীত হয়েছে মৌলিক এই গানটি। শ্রীমঙ্গল থেকে সংগীতজ্ঞ বুলবুল আনাম গানটি লিখে সুর করে পাঠিয়েছেন। মিউজিক করেছেন শামীম মাহমুদ। সম্প্রতি গানটি এফডিসিতে শুটিং করা হয়েছে। তিনি গানটি খুব পছন্দ করেছেন এবং দরদ দিয়ে গানটি গেয়েছেন। গানটি সম্পর্কে লায়লা অত্যন্ত আশাবাদী। উর্বশী ফোরাম-এর প্রধান সমন্বয়ক ড. মো. হারুনুর রশীদ জানান, লায়লা’র ভক্তরা আমাদের সঙ্গে আছেন। আশা করি আগের গানগুলোর মতো এই গানটিও তাঁরা গ্রহণ করবেন। ২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উর্বশী ফোরাম চ্যানেলে ও ফেসবুক পেজে গানটি মুক্তি পাবে।