রবিবার , ২৯ নভেম্বর ২০২০ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্যের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভমিছিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৯, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বেসেবকলীগ ঠাকুরগাঁও জেলা শাখা।
রবিবার স্বেসেবকলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষাভ মিছিল করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্বেচ্ছাসেবকলীগের জেলা কমিটির বিভিন্ন নেতাকর্মী অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে, স্বেচ্ছাসেবকলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সোহান, সদর উপজেলা শাখার সভাপতি মোজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুলওয়াফু তপু, সাবেক সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী প্রমূখ।
বক্তারা এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিভ্রান্তিকর ও কটু কথা বলছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা ও ঠাকুরগাঁও শহরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও