বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সূধী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারা ইউপির দক্ষিণ রঘুনাথপুর সুবাজ উদ্দীন পাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারা ইউনিয়ন শাখার উদ্যোগে সূধী সমাবেশটি অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা উত্তর শাখার নায়েবে আমীর ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম।
সূধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারা ইউনিয়ন শাখার আমীর নূর মোহান্মদের সভাপতিত্বে এবং আলেম-ওলামা শাখার সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আজমীর হোসেন, ভান্ডারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সইদুর রহমান সাইদুর ও ৫নং ওয়ার্ডশাখা জামায়াতের নব নিযুক্ত আমীর মোঃ জজিরুল ইসলাম। বক্তব্য শেষে প্রধান অতিথি অধ্যক্ষ একেএম আফজালুল আনাম স্থানীয় বুড়ির বাজারে বিভিন্ন দোকানদার ও সাধারণ মানুষের সাথে গণসংযোগে অংশ নিয়ে কুশোল বিনিময় করেন।