চিরিরবন্দর (দিনাজপুুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে লুনার চেযারম্যান মহিলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ফতেজংপুর ইউপির হাসিমপুর উচ্চ বিদ্যালয মাঠে বড হাশিমপুর এলাকাবাসীর আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয।
ইউপি চেযারম্যান নূর মোহাম্মদ লুনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাফা আল-রাস কম্পোজিট লিঃ’র চেযারম্যান মো. রেজাউল হক এবং অন্যান্যের মধ্যে সাফা আল-রাস কম্পোজিট লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আবু হাসনাত, প্রধান পৃষ্ঠপোষক উপজেলা আওযামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মোছা. লাযলা বানু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার, ইসবপুর ইউপি চেযারম্যান মো. আবু হাযদার লিটন, গ্রীনল্যান্ড ব্লক এন্ড টাইলস্ ইন্ডাস্ট্রিজ চেযারম্যান এম রফিকুল ইসলাম রফিক, দশমাইল হাইওয়ে থানার এস আই ননী গোপাল, পুলিশ সার্জেন্ট বকুল রানী, আল-ফারুক একাডেমীর সহকারী শিক্ষক মো. জালালউদ্দিন, সৈযদপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুস সবুর আলম, উপজেলার ঘুঘুরাতলী বাজাজ মাঠের মো. শরিফুল ইসলাম, সাংবাদিক এনামুল মবিন (সবুজ) প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শুরুর প্রাক্কালে অতিথিরা দু‘দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। ফাইনাল খেলায লালমনিরহাট স্পোর্টিং ক্লাব এবং দিনাজপুর মর্ণিং ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় দিনাজপুুর মর্ণিং ফুটবল দল ২-০ গোলে জয়লাভ করে। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।