শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অটো ভ্যান বিক্রি করে ছেলের কোচিং করানো বাবাকে নতুন ভ্যান কিনে দিলেন পঞ্চগড় ডিসি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৮:২৯ পূর্বাহ্ণ

পঞ্চগড় \ দরিদ্র বাবার সন্তান মেহেদী হাসান ভর্তির সূযোগ পেয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ভর্তির জন্য কোন টাকা নাই তার কাছে। অবশেষে জেলা প্রশাসকের আর্থিক সহায়তায় ভর্তি হওয়ার সুযোগ পেলেও এখন দুশ্চিন্তা পড়ালেখার খরচ চালানো নিয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে বাবা হামিদুল ইসলাম উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারী চালিত অটো ভ্যানটিও বিক্রি করে দিয়েছিল আগেই। এখন মানুষের ভ্যান দৈনিক ভিত্তিতে ভাড়া নিয়ে যা আয় করেন তা দিয়ে টেনেটুনে সংসার চলে। এবার সন্তানের পড়ালেখার খরচ আর সংসার পরিচালনার জন্য হামিদুল ইসলামকে একটি নতুন ব্যাটারী চালিত অটো ভ্যান কিনে দিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। গত বুধবার বিকেলে ভ্যানটি প্রদানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দীপঙ্কর রায়সহ প্রশাসনের কর্মকর্তা ও হামিদুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপার্জনের অবলম্বনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হামিদুল ইসলাম।
মেধাবী সন্তান মেহেদী হাসানের বাবা হামিদুল ইসলামের বাড়ি উপজেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায়। মাত্র দুই শতাংশের ভিটেমাটিতে স্ত্রী, এক কন্যা সন্তানসহ চার জনের সংসার। ভিটেমাটি ছাড়া আর কোন সম্পদ নেই। নিজে পড়ালেখা করতে না পারলেও ছেলে-মেয়ে দু’জনই বেশ মেধাবী। শিক্ষকদের অনুপ্রেরণা এবং সন্তানদের লেখাপড়ায় আগ্রহ দেখে তিনিও সন্তানদের উচ্চ শিক্ষা প্রদানের মাধ্যমে বড় মানুষ করে গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু আর্থিক অনটন তার এই স্বপ্নে প্রতিবন্ধকতা হয়ে দাড়ায়। তবে জেলা প্রশাসকের মাধ্যমে কর্মসংস্থানসহ ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা প্রদানের খরচ যোগানোর সহায়তার আশ^াষে সাহস যুগিয়েছে হামিদুলের।
বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমি বিশ^বিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়ে টাকার অভাবে ভর্তির জন্য দিশেহারা ছিলাম। এরপর স্থানীয় এক বন্ধুর পরামর্শে জেলা প্রশাসনের গণশুনানীতে আর্থিক সাহায্যের আবেদন নিয়ে গেলে তিনি আমাকে ভর্তির জন্য তাৎক্ষণিক ১০ হাজার টাকা দিয়েছিলেন। ডিসি স্যার আমার মত অসংখ্য শিক্ষার্থীকে বিশ^বিদ্যালয়, মেডিক্যাল কলেজে ভর্তির জন্য টাকা দিয়েছেন। আমার মত শিক্ষার্থীদের শ^প্ন পুরণে ডিসি স্যারের এমন কাজের জন্য আমরা তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।
ভ্যান চালক হামিদুল ইসলাম বলেন, দুই ছেলে মেয়েই আমার ছোট বেলা থেকেই লেখাপড়া ভাল ছিল। উচ্চ মাধ্যমিকে ছেলে ভাল ফলাফলের পর ভার্সিটি কোচিং করার খরচ যোগাতে আমি উপার্জনের একমাত্র অবলম্বন অটো ভ্যানটি বিক্রি করে দেই। পরে একটি ভাড়ায় চালিত ভ্যান দিয়ে মালিককে ভাড়া পরিশোধ করে দৈনিক এক থেকে দেড়শ টাকায় আয় হতো। এ দিয়ে দুই বেলা খাবারও হতো না। সন্তানের পড়ালেখার খরচ যোগাবো কিভাবে। ছেলেকে ভর্তির সহযোগিতা করার পর ডিসি স্যার আজ আমাকে একটি অটো ভ্যান দিলেন। সন্তানদের উচ্চ শিক্ষিত করে গড়ে তুলতে তিনি আরও সহায়তার আশ^াস দিয়েছেন। আমি ডিসি স্যারের এই সহযোগিতার কথা কখনো ভুলবো না।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বুধবার গণশুনানীর দিনটি সাধারণ মানুষের জন্য নির্ধারিত করা হয়েছে। এই দিন ভ্যান চালক হামিদুলের মত অনেকেই আসেন নানান সমস্যা নিয়ে। বিশেষ করে অসংখ্য মেধাবী শিক্ষার্থী আসেন বিশ^বিদ্যালয়, মেডিক্যাল কলেজে ভর্তিসহ বই কেনার আর্থিক সাহায্যের আবেদন নিয়ে আসেন অনেকেই। আমার চেষ্টা থাকে মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষা এবং দুঃস্থদের কর্মসংস্থানের সৃষ্টি করা। জন প্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিশেষ অনুদান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দসহ জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি থেকে এসব গরীব মেধাবী ও দুস্থ্যদের আর্থিক সহায়তা করা হয়। এটা আসলে সেই অর্থে জনসেবা না বলে জেলা প্রশাসনের রুটিন ওয়ার্ক বলতেই আমি স্বাচ্ছন্দ বোধ করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে কৃষ্ণ মূর্তি উদ্ধার।

পঞ্চগড়ে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু \ ছবি তুলতে বাঁধা

রোটারী ক্লাব অব দিনাজপুর বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যা–বিচারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তার প্রমান হয়ে গেছে কুমিল্লার নির্বাচনে —মির্জা ফখরুল

ডাক্তার এর কাছে রোগী নয়,রোগীর কাছে ডাক্তার:—

তেঁতুলিয়ায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ বিষয়ক সেমিনার

হাবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান প্রফেসর ড. মো. এনামউল্যার

ঠাকুরগাঁওয়ে মধ্যরাতে থ্রিহুইলার বোঝাই টিসিবি’র পণ্য আটক

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার