বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার শীতার্ত মানুষের মাঝে জাতীয় পার্টির পক্ষে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেন জাতীয় পার্টির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন।
শনিবার সকাল ১০টায় উপজেলা ইংলিশ স্কুল মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ কাবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলিম সহ এলাকার সুধীজন। এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন প্রতি বছর এলাকার অসহায় মানুয়ের মাঝে আর্থিক অনুদান ও শীত বস্ত্র বিতরণ করে থাকেন। এবার প্রায় ২ হাজার কম্বল বিতরণ করেছেন বলে তিনি জানান।