রবিবার , ১০ জানুয়ারি ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভোগডোমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১০, ২০২১ ১০:০২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- বীরগঞ্জ উপজেলায় ভোগডোমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়েছে।৯ জানুয়ারী ২০২১ শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৮৩ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে ভোগডোমা আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থি ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, জেলা পষিদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, ভোগডোমা আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলম, সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও