বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বেকারত্ব দূরীকরণ এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি- ২০২৩)দিনাজপুরের বীরগঞ্জে বেকার যুবক/যুব মহিলাদের কর্মসংস্থান তৈরিতে ২২ দিন মেয়াদি ড্রাইভিং (মাইক্রো) বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা আকতার বৃষ্টি। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন যুবক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।