বিরলের কন্যা ও চিরিরিবন্দর উপজেলার গৃহবধু অবহৃতা
ঋতু’র উদ্ধার ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহনে ইউএনও বরাবর অভিযোগপত্র
সোমবার বিরল উপজেলার বিস্তইড় গ্রামের শত শত নারী-পুরুষ অপহৃতা এলাকার কন্যা ও চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর দাসপাড়া গ্রামের মুকুল চন্দ্র দাসের স্ত্রী রুমা সরকার ঋতু’র উদ্ধার ও অপহরনকারী আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিরল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে।
অপহৃতা রুমা সরকার ঋতু’র উদ্ধারের জন্য বিরল ইউএনও বরাবর অভিযোগ দায়েরের সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মিনতি দাস, সাধারণ সম্পাদক মল্লিকা রানী দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দিপালী মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়া অপহৃতা রুমা সরকার ঋতু’র মা-বাবাসহ গ্রামের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। এসময় তাদের হাতে অপহৃতা রুমা সরকার ঋতু’র উদ্ধার ও আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবীসহ ফেস্টুন দেখা যায়।
অভিযোগপত্র হাতে পেয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওসার তাদের বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী দোষী ব্যাক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য গত ১০ ফেব্রæয়ারী সন্ধ্যা ৬টায় রুমার সরকার ঋতুকে চিরিরবন্দরের বাজার থেকে বিরল উপজেলার বিস্তইড় গ্রামের মোঃ সাকিব হোসেন, মোঃ বেলাল হোসেন, মোছাঃ শান্ত বেগম ও মোঃ কাজল একটি মাইক্রোবাস যোগে তাকে জরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যপারে অপহৃতা রুমা সরকার ঋতু’র স্বামী শ্রী মুকুল চন্দ্র দাস নিজে বাদী হয়ে চিরিরবন্দর থানায় উপরোক্ত ব্যক্তিদের আসামী করে একটি এজাহার দায়ের করেন।