রাষ্ট্রীয়ভাবে সন্মান প্রদর্শন রেখে বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিলের দাফনকার্য সম্পন্ন হয়েছে।
গত রোববার আনুমানিক বিকাল সাড়ে ৫টায় নিজগৃহে বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল শারীরিক সমস্যা জনিত কারনে মৃত্যুবরন করেন। (ইন্না……..রাজেউন) মৃত্যকালে মরহুমের বয়স হয়েছিল ৭৮ বৎসর।
তিনি সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়গ্রাম ভাত খইর এর বাসিন্দা। মৃত্যকালে এক পুত্র ও এক সহধর্মিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্র থেকে জানা যায় ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ৭নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। সোমবার সকাল ১১টায় মরহুমের প্রতি রাষ্ট্রীভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান শেষে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহন করেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সদর উপজেলার সাবেক কমান্ডার লোকমান হাকিম, যুদ্ধকালীন আপারেশন কমান্ডার মোঃ লুৎফর রহমান, ১০নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব, ৭১ গ্রæপ কমান্ডার ফরহাদ আহম্মেদ ও মোঃ মজির উদ্দিন সহ যুদ্ধকালীন সময়ে মরহুমের অন্যান্য মুক্তিযোদ্ধা সহকর্মীরা এবং সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম সরকার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।