হাকিমপুর প্রতিনিধি\ দিনাজপুরের হিলি সীমান্তে সাহাবুল হোসেন বাবু নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শাহাবুল হোসেন বাবুর মরদেহ ১৯ ঘণ্টা পরও ফেরত পায়নি স্বজনরা।
শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে হিলি সীমান্তের ২৮৫নম্বর মেইন পিলারের ২৫নম্বর সাবপিলার-সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহাবুল হোসেন(২৪) দিনাজপুরের হাকিমপুরের হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।
হাকিমপুর পৌরসভার ধরনদা ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলামসহ স্থানীয়রা জানায়, সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় ২শত গজ ভিতরে প্রবেশ করেছিল সাহাবুল হোসেন বাবু। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টা থেকে রাত ৮ টার মধ্যে সীমান্তের ভারতীয় এলাকায় দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। পরে সাহাবুল হোসেন বাবু বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে সীমান্তের অপর প্রান্তের নাগরিকদের মাধ্যমে খবর পান তারা। তার লাশ বর্তমানে ভারতের হিলির স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে বলে দাবি করেন তারা।
এব্যাপারে জানতে জয়পুরহাট-২০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন রিসিভ করেননি।