এ এইচ লিটনপীরগঞ্জ প্রতিনিধি \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রত্যয়ে এবং মুজিব বর্ষের কর্মসূচিতে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন এর যৌথ উদ্দ্যোগে গত বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা হল রুমে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সারওয়ার হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহমুদুল কবির, সাংবাদিক এ এইচ লিটন, ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ। বক্তরা জানান খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে মাঠ পর্যায়ে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে সকলকেই এগিয়ে আসার আহবান জানান। নিরাপদ শীর্ষক সেমিনারে উপজেলা বিভিন্ন দপ্তরের স্টাফ, স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন।