পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে দু’দিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে প্রতিযোগিতার শেষ দিনে সাংস্কৃতিক বিভাগের অংশ হিসেবে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, সুন্দর হাতের লেখা ও গল্পবলা ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতায় পঞ্চগড় সদর উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে প্রতিটি ইভেন্টে একজন করে প্রতিযোগি অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দীন শাহ, সহকারী উপজেলা শিক্ষা আব্দুল মানিক চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী প্রধান, সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ প্রমূখ উপস্থিত ছিলেন।