বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ৫৮ বছর পুতি উপলক্ষে কেক কাটা, বনাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ,বেলুন উড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল বুধবার উদযাপিত হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা বেলুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ১৯৬৫ ইং সালের এই দিনে পঞ্চগড় জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়।