দিনাজপুরে সাপ্তাহব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা-২০২৩ সমাপ্ত হয়েছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে গত ৭ মার্চ শুরু হয়ে ১৩ মার্চ এসএমই পণ্য মেলা শেষ হয়।
এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিবাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ মাসুম, দিনাজপুর নাসিমের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ মতিউর রহমান ও দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জান্নাতুল সাফা শাহিনুর।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রাবেয়া খাতুন রানু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হারুন-উর-রশিদ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এসএমই পণ্য মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী স্টলে ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করা হয়। এছাড়া মেলায় মেলায় অংশগ্রহণকারী সকল স্টল মালিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলায় ৬৫টি স্টলে ৬৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।