বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ১৬ জানুয়ারী দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল তার মোবাইল প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ, সভা সমাবেশ ও শোডাউন চালিয়েছেন।তিনি বৃহস্পতিবার সকাল থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী শোডাউনে নেতৃত্ব দেন। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় জনপ্রিয় হিসেবে সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন এবং পৌরসভার উপ-নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে ১৭ মাস মেয়র হিসেবে মোশারফ হোসেন বাবুল দায়িত্ব ভার বুঝিয়ে নেওয়ার পর তিনি অল্প সময়ে ব্যাপক উন্নয়নের পাশাপাশি পৌরবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন। তাই এবারও পৌর নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক সারা পেয়ে তিনি মোবাইল প্রতীকের গনসংযোগের শীর্ষে রয়েছেন। তবে স্থানীয় ভোটারদের অধিকাংশই এবারের পৌর নির্বাচনে মোশারফ হোসেন বাবুলকে জয়ী করতে মোবাইল প্রতীকে ভোট দান করার পক্ষে অভিমত ব্যক্ত করেন।