সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাঙালি চেতনাই আমাদের মুক্তিযুদ্ধকে সানিত করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতীয়তাবাদী চেতনাতেই সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাঙালি কত্বই আমাদের প্রেরণার উৎস। তিনি বলেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা বাঙালি জাতীয়তাবাদ। জিয়াউর রহমার ক্ষমতা দখল করে সেই বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে বাঙালি জাতিসত্তার উপর আঘাত হেনেছিল। আঘাত হেনেছিল মুক্তিযুদ্ধের চেতনায়।
পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাঈদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, জেলা পরিষদের সদস্য আরমান সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এর আগে বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী এমপি মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী উপজেলার শহর প্রদক্ষিণ করে।