ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ ৪
জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
এস আই মুকুল চন্দ্র সেন জানান মঙ্গলবার ২মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে
পুলিশের একটি চৌকস টিম পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগারা
গ্রামে জনৈক সজেন দেবনাথের বাসায় অভিযান চালানোর সময় টাকার বিনিময়ে ৪
জন তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় একটি তাসের সেট ও নগদ জুয়া খেলার নগদ
টাকা জব্দ করে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বাঁশগারা হাজিপাড়া গ্রামের করিমুলের ছেলে মুসলিম
(৪৫) ,আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪০), মৃত জগদীশের ছেলে দেবনাথ
(৫০), মৃত হরেন বর্মনের ছেলে সুবধ চন্দ্র রায় (৫৪) ।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার দুপুরে
৪জুরারীকে আটক করা হয়েছে থানায় একটি জুয়া খেলার অপরাধে মামলা হয়েছে
জুয়াড়িদের বুধবার আদালতে সোপর্দ করা হবে।