সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় আরএস নকশা বাতিল করে নতুন নকশা বুলুপ্রিন্ট প্রণয়ের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৭, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ভজনপুর ইউনিয়নের সরদারপাড়ার মৌজার নতুন ভূমি জরিপে আরএস নকশায় গরমিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ভূমি মালিকরা। এতে করে তারা বর্তমানে সেটেলম্যান্টের অফিসে ৩০ ধারায় আপত্তি কেস নিয়ে বিপাকে পড়েছেন। একেকজন মালিকদের একাধিক ডিসপুট দিতে দিতে চরম হয়রানি অভিযোগ করেছেন তারা।

সামবার দুপুরে উপজেলার চৌরাস্তা বাজারের তেতুঁলিয়া-পঞ্চগড় সড়কে ভজনপুর ইউনিয়নের আর এস পি ৭০ নকশা বাতিল করে বøুপ্রিন্ট নকশা প্রণয়নের দাবিতে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন ভুক্তভোগী ভূমি মালিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, আহসান হাবীব, মোজাম্মেল হক, খজিব উদ্দিন আহমেদ, সামিউল করিমসহ বেশ কয়েকজন ভুক্তভোগী। এ সময় সরদারপাড়া মৌজার শতাধিক ভুক্তভোগী মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৮ সালে আমাদের তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন মৌজায় নতুন করে আরএস জরিপ কাজ শুরু হয়। এসব মৌজায় পূর্বের এসএ নকশার হুবহু আরএস বøুপ্রিন্ট নকশা তৈরি করা হয়। তার মধ্যে সর্দারপাড়া মৌজার দুটি নকশার মধ্যে ২ নম্বর সিটে (নকশা)তেও বøুপ্রিন্ট অনুযায়ী নকশা প্রস্তুত করা হয়। একই সময়ে মৌজার ১ নম্বর সিটের (নকশা) কাজ সম্পুর্ণ শেষ না করেই হঠাৎ বন্ধ হয়ে যায় নকশার কার্যক্রম।

২০২০ সালে আবার আরএস নকশার কাজ শুরু হয়। কিন্তু বøুপ্রিন্ট নকশা না করে পি ৭০ শিরোনামের নকশা প্রস্তুত করা হয়। এই নকশায় জমির দাগের গরমিল হয়ে যায়। এসএ নকশার সাথে কোন মিল না থাকায় নকশায় নিজস্ব জমি চিহ্ণিত করতে পারছেনা জমির মালিকরা।

দুই তিনটি দাগ কেটে ১টি দাগ সৃষ্টি করা হয়েছে। কোথাও কোথাও একটি দাগ ভেঙ্গে দুটি দাগ সৃষ্টি করা হয়েছে। কোন কোন দাগের বাউন্ডারিতেও গরমিল। বিভিন্ন দাগে ভূলভাবে সীমানা নির্ধারন ও চিহ্ণিত করা হয়েছে। একটি দাগ ভেঙ্গে অন্য দাগের সঙ্গে মিলিয়ে ৮/১০ টি নতুন দাগের সৃষ্টি করা হয়েছে। ফলে ভূমির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

মৌজাটির বর্তমানে তেঁতুলিয়া সেটেলমেন্টে ৩০ ধারায় আপত্তি গ্রহণ চলছে। আরএস নকশায় গড়মিল থাকায় একেকজন ভূমি মালিককে একটি দাগের বিপরীতে অন্তত ৫/৬ টি আপত্তি (ডিসপুট) দাখিল করতে হচ্ছে। আপত্তি দাখিলের সরকারি ফি ৮০ থেকে ১০০ টাকা হলেও প্রতি আপত্তিতে নেয়া হচ্ছে ৫শ থেকে ৬ শ টাকা। সৃষ্ট সমস্যাটি দ্রæত সমাধান চাচ্ছেন ভুক্তভোগীরা। গত বৃহস্পতিবার সকালে এ মৌজার ভূমি মালিকরা গণ স্বাক্ষর করে দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে করেছেন তারা।

এদিকে মানববন্ধন শেষে ভুক্তোভোগীরা উপজেলা প্রশাসন চত্ত¡রে অবস্থান নিয়ে তারা তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমদুর রহমান ডাবলুর কাছে গেলে, উপজেলা চেয়ারম্যানের আশ্বাসে বাড়ি ফিরেন ভুক্তভোগীরা। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে এক ইউপি সদস্যের পিতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী

বিরামপুরে মোবাইল কোর্ট পরিচালনায় মৎস্য সম্পদ রক্ষায় চায়না দুয়ারী জাল জব্দ এবং ধ্বংস

বীরগঞ্জে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নতুন কমিটি ও পূর্বের কমিটি নিয়ে মতবিরোধ

পীরগঞ্জে শুরু হলো মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলারশুভ উদ্বোধন

বীরগঞ্জে ২ শতাধিক শ্রমজীবীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদুল ফিতর ও নববর্ষে আমদানিÑরপ্তানী ৭ দিন বন্ধ

দিনাজপুরে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংলাপ

আন্দোলনের নামে জনগনকে বিভান্ত করছে বিএনপি —হুইপ ইকবালুর রহিম