শনিবার , ৬ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী জুলাই মাসেই টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে — রাণীশংকৈলে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৬, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবছরের পুরোনো, কারুকার্য সমৃদ্ধ, ঐতিহাসিক রাজা টংকনাথের রাজবাড়ি শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৫টায় পরিদর্শন করেন প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আগামী জুলাই মাসের মধ্যেই রাজা টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, এসিল্যানন্ড ইন্দ্রজিত সাহা, পৌরসভার পক্ষ থেকে মেয়র মোস্তাফিজুর রহমান,
উপজেলা আ.লীগের পক্ষ থেকে আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা তাকে ফুল দিয়ে শুভেচ্ছ্ জানান। এ সময় প্রতœতত্ত¡ অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদ মো. বিপ্লবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত:উনবিংশ শতাব্দীর শেষভাগে এ রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টংকনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ি নির্মাণ কাজ শুরু হয় । বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টংকনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত