বুধবার , ১৭ মে ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগায়ে ৫২ হাজার তালগাছ রোপণ করেছেন খোরশেদ আলী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১৭, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: ৮০বছর বয়সী বৃদ্ধ খোরশেদ আলী। পেশায় একজন পল্লী চিকিৎসক। নিজ এলাকায় তাল গাছ পাগল ডাক্তার নামেই পরিচিত সবার কাছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি তার রয়েছে অগাধ শ্রদ্ধা। তাই বঙ্গবন্ধুসহ তার পরিবার ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে বিভিন্ন সড়কে ৫২ হাজার তাল গাছ লাগিয়েছেন তিনি। তার ইচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত ১ লাখ তালগাছ লাগাবেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের গিয়ে দেখা যায়, সড়কের দুই ধারে লাগানো গাছের পরিচর্যা করছেন তিনি। এভাবে গত ৯-১০ বছর ধরে জেলার বিভিন্ন উপজেলার সড়কে তাল গাছ গুলো লাগিয়েছেন তিনি। এই কাজ করতে গিয়ে নিজের কৃষি জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। তবুও তিনি থেমে থাকেননি। নিজের টাকায় আঁটি কিনে বিভিন্ন সড়ক ও গ্রামীন রাস্তার পাশে তাল গাছ রোপণ করেন তিনি।

গাছ পরিচর্যার এক ফাঁকে বৃদ্ধ খোরশেদ আলী বলেন, এই ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকায় তাঁর বাড়ি। স্ত্রী আর ৭ ছেলে ও তিন মেয়ে নিয়ে তার সংসার। আয়ের উৎস বলতে কেবল নিজের অল্প কিছু কৃষি জমি আর পল্লী চিকিৎসা দিয়ে যতটুকু অর্থ উপার্জিত হয় ততটুকুই। এ দিয়েই চলে তার সংসারের খরচাপাতি।,

এ বয়সে এসেও এত হাজার হাজার তালগাছ কেনও রোপন করছেন এমন প্রশ্নে খোরশেদ আলী বলেন, বঙ্গবন্ধুসহ তার পরিবার ও মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি সেসব শহীদদের আত্মার শান্তিকামনায় আমার এই উদ্যোগ। একই সঙ্গে মানুষ যাতে বজ্রপাত থেকে রক্ষা পায় তাই সড়কের দুই ধার দিয়ে এখন পর্যন্ত ৫২ হাজার তালগাছের চারা রোপণ করছি। তবে ইচ্ছে আছে ১ লাখ তাল গাছ রোপন করার।

তিনি আরও জানান, প্রতিদিন মোটরসাইকেল যোগে বিভিন্ন সড়কে ১০০টি করে তাল গাছের চারা পরিচর্যা করি। তবে তাল গাছ গুলো কিছু দুষ্ট প্রকৃতির লোক উপড়ে ফেলছে, গাছ গুলো রক্ষণাবেক্ষণের জন্য সরকারি সহায়তা কামনা করেন তাল গাছ পাগল।

ওই গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, তাল গাছ পাগল ডাক্তার দীর্ঘদিন ধরে অনেক গাছ লাগিয়েছেন মানুষের উপকার করার জন্য। তিনি এই গাছগুলো লাগিয়েছেন নিজ খরচে। অনেক সময় তিনি লোক নিয়ে এই চারাগুলো রোপন করেন। তিনি সাধারণত রাতের বেলায় চারা রোপন করেন। কারণ দিনে চারা রোপন করলে কেউ চারাগুলো নিয়ে নিতে পারে বা এই আঁটি খেয়ে ফেলতে পারে, তাই তিনি রাতের বেলায় এই চারা রোপন করেন। সাধারণত রাত বারোটা থেকে তিনটার মধ্যে এই চারা রোপন করেন তিনি।

ওই একেই গ্রামের বাসিন্দা সাগর আলী বলেন, তাল গাছ রোপণ করা নিয়ে তার পরিবারের মধ্যে অনেক সময় ঝগড়াা হয়েছে। তিনি নিজ উদ্যেগে জমি বিক্রয় করেও তালের চারা রোপন করেছেন। এই মহৎ কাজ তিনি করে যাচ্ছেন আমাদের পরবর্তী প্রজন্মের উপকারের জন্য। সরকারের পক্ষ থেকে তাকে কোন সহযোগীতা করলে তিনি আরো উৎসাহ পাবেন।

খোরশেদ আলী নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক। প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের ভূমিকা অনেক। ইউপি কার্যালয় থেকে তাল গাছ রক্ষণাবেক্ষন বিষয়ে সহযোগিতা করা হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান খোরশেদ আলীর তাল গাছ রোপনকে সাধুবাদ জানিয়ে ঢাকা মেইলকে বলেন, ‘খোরশেদ আলীর তাল গাছ লাগানো সামাজিক ভালো কাজের একটি চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের জেলা প্রশাসন খোরশেদ আলীর তাল গাছ লাগানোকে উৎসাহিত করতে সহযোগীতা করবে।,

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু

পর্যটক মুখর তেঁতুলিয়া আবাসিকে মিলছে না রুম, তাবু টানিয়ে রাত যাপন

দিনাজপুর পৌরসভায় নতুন প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

বাংলাবান্ধায় সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি

ঠাকুরগাঁও জেলা উদীচী’র সম্মেলন সভাপতি সেতারা,সা:সম্পাদক রিজু

পীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল ১৪টি ঘর

কয়েকদিন বিরতি দিয়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ প্রচন্ড শীত কাঁপছে পঞ্চগড়ের মানুষ

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের নেতাদের সুপারিশের প্রেক্ষিতে বিল বন্ধ “একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের” শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন

আটোয়ারীতে জৈষ্ঠ্যের ঝড়ের তান্ডব

বজ্রপাত নিরোধে ঠাকুরগাঁওয়ে ১ হাজার তাল গাছ রোপন কার্যক্রম শুরু