বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর উদ্যোগে ১ম ধাপ সেলাই ও ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশী কাঁথা তৈরি) প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক বিভিএম, পিভিএমএস মোঃ আব্দুস সামাদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই আনসার সদস্যরা কোন অংশে পিছিয়ে নেই তারা অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে মেকানিক্যাল, ড্রাইভিং এবং ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ গ্রহণ করে ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। তাই আমি আশাবাদী এই প্রশিক্ষণ শুধু প্রশিক্ষণ যেন না থাকে, প্রশিক্ষণটি বাস্তবে রূপ দিয়ে নিজেকে বেকারত্ব জীবন দূর করে সমাজে কর্মজীবী হিসেবে পরিচিতি প্রদান করতে হবে। আর এই পরিচিতি নিয়ে আসবে জীবনের সবচেয়ে বড় সফলতা, এই সফলতার আড়ালে প্রশিক্ষণের কৃতিত্ব অর্জন করবে আনসার ও ভিডিপি।
এ সকল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, কাহারোল উপজেলা আনসার ও বিধিবি কর্মকর্তা মোঃ রুস্তম আলী, সদর উপজেলা প্রশিক্ষক মোছাঃ শাহানাজ বেগম, গিরিশচন্দ্র রায়, পলাশ মিয়া এবং ট্রেডিং প্রশিক্ষিকা মোছাঃ নাজনীন আক্তার সুইটি ও মোছাঃ রুকু আক্তার বৃষ্টি এবং সকল প্রশিক্ষনার্থীবৃন্দ।