বুধবার , ৭ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৭, ২০২৩ ৭:৩১ পূর্বাহ্ণ

সোমবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে “প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং “সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাস্টিক দূষণ”-এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৩।
জেলা প্রশাসক চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী নেতৃত্ব দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, বিশেষ অতিথি জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামছুল আজম। র‌্যালী শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ সামছুল আজম ও সহকারী কমিশনার আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সিনিয়র কেমিস্ট এ.কে,এম ছামিউল আলম কুরসি। মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক মোঃ যোবাইদুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ দেলওয়ার হোসেন, সনাক টিআইবি দিনাজপুরের সভাপতি আব্দুল জলিল, চাউলকল মালিক সমিতির সভাপতি মোছাদ্দেক হুসেন, ইএসডিও’র এস.এম বকুল, সনাক দিনাজপুরের কো-অর্ডিনেটর আব্দুল হান্নান, ছাত্রী আয়েশা সিদ্দিকা, ছাত্র আদমান সাকিব প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ বলেন, শুধু আইন দিয়ে প্লাস্টিক দূষণ সম্ভব নয়। এরজন্য চাই সামাজিক আন্দোলন। মনে রাখবেন প্লাস্টিক দূষণ হলো পরিবেশ কর্তৃক প্লাস্টিক পদার্থের আহরণ যা পরবর্তীতে মাটি, পানি, বায়ু, যেকোন বন্যপ্রাণীর আবাসস্থল সামুদ্রিক প্রাণী, সমুদ্র এমনকি মানবজাতীর ওর বিরূপ প্রভাব সৃষ্টি করে। তাই প্লাস্টিক বর্জন করুন এবং পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপন করুন। শেষে প্রধান অতিথি পরিবেশের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকলের মাঝে একটি করে ফলজ গাছ বিতরণ করেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের মাঝে গাছ বিতরণ ও রোপন এবং বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৩।
সোমবার সকাল সাড়ে ১১টায পশ্চিম রামনগর গোবরাপাড়াস্হ মোহাম্মদ আলী এন্ড ফযজুন নেছা মেমোরিযাল হাই স্কুল মাঠে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান নভেল এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষ এর প্রানবন্ত সঞ্চালনায প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওযামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, জেলা আওযামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মনিরুজ্জামান জুয়েল, বক্তব্য রাখেন কাব্যকথার সম্পাদক নিরঞ্জন হীরা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কল্যাণ ট্রাস্ট বোচাগঞ্জ-দিনাজপুর এর প্রতিষ্ঠাতা চেযারম্যান মোছা: হাছিনা বেগম, জাকির উদ্দিন রেমো, ছাত্রলীগের শিফাত রহমান লিমন প্রমূখ।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। বিশ^ পরিবেশ দিবস পালন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরন করে বে-সরকারি সংস্থা সিডিএ।
সোমবার দুপুরে বোচাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও জনসংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ জুলফিকার হোসেন। এসময় জনসংগঠন ঐক্য পরিষদের সভাপতি মানিক অধিকারী, সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী (বিরল-বোচাগঞ্জ) মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ”প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকালে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালী, আলোচনা সভা, ফলের চারা বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় একশন এইড বাংলাদেশ, এলআরপি-৪৫, ঘোড়াঘাট দিনাজপুরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কর্ণারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাট শাখার সিনিয়র কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইকবাল হোসেন, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ও ৮০ জন সদস্যাকে দুটি করে ফলের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পিকআপ ভ্যানের মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত১

হরিপুরে সাংবাদিক পুত্রকে ছুরিকাঘাত ২ সন্ত্রাসী গ্রেফতার

শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়তে যুব ফোরামের মানববন্ধন

২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে ঢাকায় চলবে বুলেট ট্রেন -হুইপ ইকবালুর রহিম এমপি

বঙ্গবন্ধু কন্যা শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে আলোর পথে নিয়ে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈলে শিশুশ্রম নিরশন বিষয়ক প্রশিক্ষণ

শ্রমিক কল্যান ফেডারেশনের বাছাইকৃত দায়িত্বশীল সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামুলে বাই সাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু !