বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\পঞ্চগড়ের বোদায় বোদা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রবিবার হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বোদা হাইওয়ে থানা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বোদা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান ও ইউপি সদস্য হাফিজুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দুপুর ২ টায় ঢাকা সহ সারা দেশের প্রতিটি হাইওয়ে থানায় একই সাথে হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জন্ম দিনের কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচিতে হাইওয়ে থানার কর্মকর্তা,কনস্টেবল,ট্রাফিক বিভাগের কর্মকর্তা,কমিউনিটি পুলিশের সদস্য,জনপ্রতিনিধি,সুধী বৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।