শুক্রবার , ২৩ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৩, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ

শত সংগ্রামের অজ¯্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ৭৪ বছর পেরিয়ে ২৩ জুন-২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে শহরের বাসুনিয়াপট্টি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। র‌্যালীতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশ নেন। প্রেসক্লাব চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। একে একে সকল অঙ্গ সহযোগী সংগঠন সমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, সাবেক এমপি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন বজলুল হক, মির্জা আশফাক হোসেন, কামরুল হুদা হেলাল, মনিরুজ্জামান জুয়েল, তারিকুল ইসলাম তারিক প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহীনির হাতে মর্মান্তিকভাবে নিহত মাইনউদ্দীন আহমেদের সহ-ধর্মীনি শাহানারা বেগম সোমবার দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আনুমানিক ২ টা ৪৫ মিনিটে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ২৫দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র শাহারিয়ার শহিদ মাহমুদ মিরু, শাহারিয়ার শহিদ মাহবুব হিরু, ৩ কন্যা শাহরিয়ার শহিদ মুর্শেদ ও হাসনে হেনা পিউ, শাহানা মাইমুন চৌধুরী, সাহেরা বেগম (সিলভি হক) সহ নাতী-নাতনি এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনি সামগ্রী বিতরণ

বীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত, আহত-০১

বোদায় ভোক্তা অধিকারের জরিমান

ঠাকুরগায়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

বীরগঞ্জে ৪৬টি গবাদি পশুর মৃতুর কারণ ক্ষুরা রোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয়-বদনা বাজিয়ে সংসার চলে রাণীশংকৈলে আসাদুলের

একদিনেই ১০টি নরমাল ডেলিভারী নরমাল ডেলিভারিসহ সেবায় পাল্টেছে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স

সেতাবগঞ্জ খাদ্যগুদামে আমন সংগ্রহের উদ্বোধন