বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: হামরা বীরগঞ্জিয়া ফেসবুক গ্রুপ ৫ হাজার সদস্যের পরিবারে পরিণত হওয়ায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ জুলাই ২০২৩) বিকাল ৪ টায় বীরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কসমোপলিটান মার্কেটের ইয়াদ মিলনায়তনে “হামরা বীরগঞ্জিয়া” ফেসবুক গ্রুপ ৫ হাজার সদস্যের পরিবারে পরিণত হওয়ায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হামরা বীরগঞ্জিয়া ফেসবুক গ্রুপের সার্বিক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য ৪ জনকে বিশেষ সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
বীরগঞ্জের সার্বিক উন্নয়নে হামরা বীরগঞ্জিয়া গ্রুপের কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় অংশ নেন বীরগঞ্জ উপজেলার সামাজিক ক্ষেত্রে জড়িত মানবিক বীরগঞ্জ নামক সংগঠনের সভাপতি শফিউল ইসলাম জুয়েলসহ ছাত্র-শিক্ষক-সাংবাদিকসহ বীরগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। প্রাতিষ্ঠানিকভাবে উপস্থিত ছিল প্রচেষ্টা ব্লাড ব্যাংক, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ, স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন, শব্দশর ও জাগরণ ব্লাড ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও সেবাদাতা সংগঠন। হামরা বীরগঞ্জিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ রেজওয়ানুল হক রেজা হামরা বীরগঞ্জিয়ার ভবিষ্যৎ কর্মকাণ্ডে সকল বীরগঞ্জিয়াদের সহযোগিতা ও সহায়তার আবেদন জানিয়ে গ্রুপের গতি বৃদ্ধিতে সকলের পরামর্শ সাদরে গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে হামরা বীরগঞ্জীয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোক্তা সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসাইন, বীরগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি নীল রতন সাহা নিপুসহ উপজেলা ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হামরা বীরগঞ্জিয়া মেইন ফেসবুক গ্রুপে ৫ হাজার মেম্বার হওয়ায় কেক কেটে উদযাপন করার মাধ্যমে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।