বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার খনতা গ্রামের মৃত: আঃ বারেকের ছেলে বৃদ্ধ আ: গফুর (৭০) অভিযোগ করে জানান, গত ১লা অক্টোবর ২০২০ইং মাগরিবের নামাজের পর আব্দুল কাদের স্থানীয় বুনিয়া বাজার হতে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে শাহাপুর জামে মসজিদের উওর পার্শ্বে পাকা রাস্তায় উপস্থিত হওয়া মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহাপুর গ্রামের মোসলেম আলীর ছেলে তাজিমুল (৩০) ও হাটিয়াড়ী গ্রামের সাহাবুদ্দিনের ছেলে খোরশেদ (৩৩) লাঠি ও লোহার রড নিয়ে অতর্কিতভাবে পথরোধ করে প্রাননাশের চেষ্টা চালায় এবং এলোপাথারী মারডাং করে মাথা, হাত ও পায়ে ক্ষত ভাঙ্গা করে পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বৃদ্ধের আত্মচিৎকারে আশপাশের প্রতিবেশী শরিফা বেগম, শরিফুল ও সেলিনা সহ অনেকেই এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় টর্চ লাইটের আলোতে অপরাধীদেরকে সকলেই চিনতে পারে এবং গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে আহতকে এ্যম্বুলেন্স যোগে দ্রুত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধের ছেলে ইকবাল হোসেন (৩১) বাদি হয়ে জেলা দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ উল্লেখিত অপরাধীদের বিরুদ্ধে সিআর মামলা নং- ১৬৯/২০২০ দায়ের করেন। মামলার তদন্তকারী এস আই আমজাদ হোসেনের তদন্ত অনুযায়ী আসামীদের বিরুদ্ধে দ:বি: ৩৪১/৩২৩/৩০৭/৩২৫/৫০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন ও বাদীকে মামলার ফলাফল জানানো হয়।এ ব্যাপারে উল্লেখিত মামলার বাদী ইকবাল জানান, সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ বাবা আ: কাদেরের পায়ে অস্ত্রপাচার করে নিয়মিত ভাবে ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও প্রায় পঙ্গুত্ব বরন করতে চলেছে সে। দারিদ্রতার মধ্যে একদিকে চিকিৎসাভার বহন ও অন্যদিকে মামলা খরচ চালাতে হিমসিম খাওয়া এই ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরো উল্লেখ করে সাংবাদিকদের জানায়, স্থানীয় ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, আদালতের দ্বারে দ্বারে ঘুরেও এখন অব্দি কোনো সুরাহা না হওয়ায় হতাশা ও চরম অনিশ্চয়তায় ভূগছে তারা। অপরদিকে আসামীরা বাদী ও মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে এবং মামলা তুলে নিতে বাদীপক্ষকে নানাবিধ হুমকি ধামকি সহ মারাত্মক ক্ষতিসাধন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বর্তমানে আতংকের ভিতরে থাকা আঃ গফুরের পরিবারটি সন্ত্রাসীদের এহেন কার্যকলাপ প্রতিহত করতে আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিতে আইনশৃংখলা বাহিনী সহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।