বিরল (দিনাজপুর) প্রতিনিধি: শুক্রবার সকাল ১১টায় দিনাজপুরের বিরল উপজেলার নাড়াবাড়ী রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে, জাতীয় পার্টি, বিরল উপজেলা শাখার আয়োজনে, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম সদস্য, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট সুধির চন্দ্র শীল।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও বিরল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বারিকুল ইসলাম, সহ-সভাপতি লোকমান হাকিম, সহ-সভাপতি রহমান আলী, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আদলুল হক আদু, যুবসংঘতির সদস্য সচিব মুজাহিদ, ৭নং বিজোড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এনামুল হক মনি, ৪নং শহরগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মাহাবুব আলম, ৯নং মঙ্গলপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রহমান আলী (সাবেক মেম্বার), ছাত্র সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম (সাবেক মেম্বার), বিরল পৌর শাখার জাতীয় পার্টির সদস্য সুজন। এছাড়াও উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।