ফুলবাড়ী সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়ার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার (২০ জুলাই) প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভসহ মানববন্ধন করেছেন এলাকাবাসী।
একই দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির কাছে দিয়েছেন।
দুপুর ১২টার দিকে এলাকাবাসীর ব্যানারে ছাত্র, অভিভাবকসহ এলাকাবাসী রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আয়ার সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ এনে তাকে বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মিলন চন্দ্র রায়, সুলতান মাহমুদ, চয়ন রায়, বিপুল কুমার রায়, জয়দেব রায় প্রমুখ। মানববন্ধনে অংশ নেওয়া ওই বিদ্যালয়য়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে ৭ম শ্রেণির শিক্ষার্থী পল্লব চন্দ্র রায়, প্রাক্তণ শিক্ষার্থী চয়ন চন্দ্র রায়, জীবন রায় প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর আলম বলেন, এলাকাবাসী প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।