রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচনকে সামনে রেখে গতকাল রবিবার বিকালে মডেল স্কুল মাঠে একটি সমাজ কল্যান মূলক সংগঠন-পরিবর্তন আয়োজিত ১০ মেয়র প্রার্থীকে জনতার মূখমুখি অনূষ্ঠানের আয়োজন করেন।
অনূষ্ঠানে প্রধান শিক্ষক গপেন্দ্র নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, পরিবর্তন সংগঠনের সভাপতি রাসেদুল জাম্মান রাসেল। এসময় সংগঠনের নেতারা লটারির মাধ্যমে মেয়র প্রার্থীদের বক্তব্য নির্বাচন করে ৫ বছরের উন্নয়ন পরিকল্পনার (প্রতিশ্রæতি) উপর বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা), বি,এন,পি প্রার্থী মাহামুদুল নবী পান্না বিশ্বাস, জাতীয় পাটির প্রার্থী আলমগীর হোসেন, আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আলমগীর সরকার,সাধন বসাক,রুকুনুল ইসলাম ডলার,নওরোজ কাওসার কানন, রফিউল ইসলাম,আব্দুল খালেক,সতন্ত্র প্রার্থী মোকারম হোসোইন।