বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৬, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুর‌্যালে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন প্রধান অতিথির বক্তব্য রাখেন। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, পঞ্চগড় প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন পৃথক পৃথকভাবে আলোচনাা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পঞ্চগড় প্রেসক্লাব সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
আটোয়ারী
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধরু ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাচ ধারন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক(৬লক্ষ ৫০ হাজার টাকার চেক ১৪ জনের মধ্যে) বিতরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন সহ মসজিদ,মন্দির, গীর্জা, প্যাগোডা ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা ছিল উল্লেখযোগ্য। উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম । অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ রমজান আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মো: হুমায়ুন কবির, আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার মোছা: নুরজাহান খাতুন, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় সম্মেলন কক্ষে দিবসটির উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম। বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. হুমায়ুন কবীর। আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, রাধানগর ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আয়োজনে আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ,,শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আটোয়ারী থানা, স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুৎ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে শোক দিবসের কর্মসূচীতে অংশগ্রহন করতে দেখা গেছে । উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করার খবর পাওয়া গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও