মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলোড়িত সেই মনি মুক্তা আজ ১৫বছরে পা দিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২২, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ অভিশপ্ত শৈববকে বিদায় জানিয়ে কৈশোরের উচ্ছলতায় মেতেছে জোড়া শিশু হিসেবে জন্ম নেওয়া মনি মুক্তা।
নানা প্রতিকুলতা পেরিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠা মনি মুক্তা আজ ১৫বছরে পা দিয়েছে। আজ মঙ্গলবার তাদের জন্মদিন। জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়ে মনি মুক্তা বলেন, আমরা ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। সেই লক্ষ্য নিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছি। দেশবাসীর দোয়া এবং সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের স্বপ্ন পুরন করতে পারবো।
মনি মুক্তার জোড়া লাগানো অবস্থায় জন্মগ্রহনকে মানুষ সৃষ্টি কর্তার অভিশাপ হিসেবে অপবাদ দিলেও বর্তমানে পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে মনি মুক্তার প্রতিভা পাল্টে দিয়েছে সকল মানুষের দৃষ্টিভঙ্গি। নৃত্য শেখার পাশাপাশি উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ সুনাম কুড়িয়েছে দুই বোন। স্থানীয় ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করছে। প্রতিদিন বাড়ী হতে ৩কিলোমিটার বাই সাইকেল চালিয়ে এক সাথে স্কুলে যায় দুই বোন।
নিজ বাড়িতে বেশ উৎসব মুখর পরিবেশে পালন করা হবে মনি-মুক্তার জন্ম দিন। প্রতি বছর ন্যায় পরিবারের উদ্যোগে আত্মীয় স্বজন, বিদ্যালয়ের শিক্ষক ও মনি-মুক্তার বন্ধুবান্ধবসহ প্রতিবেশি এবং গণ মাধ্যম কর্মীরা জম্ম বার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান মনি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল।
তিনি জানান, মনি মুক্তা সুস্থ এবং ভালো আছে। লেখা-পড়ার প্রতি বেশ মনোযোগী তারা। স্থানীয় ভাবে নাচ শিখছে দুই বোন। উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ কিছু পুরুস্কার অর্জন করেছে। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছে তারা।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের শরৎ চন্দ্র পালের পুত্র জয় প্রকাশ পাল। জয় প্রকাশ পালের স্ত্রী কৃষ্ণা রাণী পালের গর্ভে থাকা জমজ সন্তান ২০০৯ সালের ২২ শে আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে সিজারিয়ান সেকশনে অস্ত্র পাচারের মাধ্যমে জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়। জন্মের পর তাদের নাম রাখা হয় মনি ও মুক্তা।
পরে রংপুরের চিকিৎসকগণ ঢাকা শিশু হাসপাতালে নিয়ে গিয়ে যমজ বোনকে অস্ত্র পাচারের মাধ্যমে পৃথক করার পরামর্শ দেন। তাদের পরামর্শ ক্রমে ২০১০ সালের ৩০ জানুয়ারী ঢাকা শিশু হাসপাতালে মনি-মুক্তাকে ভর্তি করা হয়।
অতঃপর ২০১০ সালের ০৮ ফেব্রæয়ারি ঢাকা শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের সফল অপারেশনের মাধ্যমে মনি-মুক্তা ভিন্ন সত্ত¡া লাভ করে। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস।
মনি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল জানান, সে সময় গ্রামের মানুষ এটাকে অভিশপ্ত জীবনের ফসল বলে প্রচার করতে থাকে। সমাজের নানা কুসংস্কারে প্রায় এক ঘরে হয়ে পড়ি। সমাজের নানা অপবাদে গ্রামে আসিনি। হতাশার মাঝে স্বপ্ন দেখি মনি-মুক্তাকে নিয়ে। বিভিন্ন চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরতে থাকি তাদের স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য। আমাদের স্বপ্ন বাস্তব হয় ডা. এ আর খানের কারণে। সেই মানুষটির কারণে আমাদের এই দুই সন্তানের নতুন করে বেঁচে থাকা।
মনি-মুক্তার মা কৃষ্ণা রাণী পাল জানান, ২০০৯ সালের ২০ ফেব্রæয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে প্রথমে ২১ ফ্রেরুয়ারি পার্বতীপুরে বাবার বাড়িতে আসি। কিছুদিন সেখানে থাকার পর নিজগ্রাম বীরগঞ্জ উপজেলার পালপাড়ায় মনি-মুক্তাকে নিয়ে আসি। সৃষ্টিকর্তার আর্শিবাদে এবং ডা. এ আর খানের সাফল্যে আমরা মনি মুক্তাকে স্বাভাবিক ভাবে ফিরে পেয়েছি। আমরা সব কষ্ট ভূলে তাদেরকে চিকিৎসক হিসেবে গড়ে তুলতে চাই। মনি-মুক্তা এবং পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
মনি-মুক্তার একমাত্র বড় ভাই সজল কুমার পাল ঠাকুরগাঁও সরকারী কলেজে বাংলা বিভাগে এম পড়াশুনা করছেন বলে জানিয়েছেন তার বাবা জয় প্রকাশ পাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়

বীরগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত

বীরগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

দিনাজপুরে মিষ্টি প্রস্তুতকারকদের জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ

বিরল সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক -হুইপ ইকবালুর রহিম

জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুদক

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পার্বতীপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিক্ষাজীবন স্বাভাবিক করতে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার