শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৪, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে বিভিন্ন সংস্থায় কর্মরত আনসার সদস্যদের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী। এ সময় সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা আসমাতুন নেহার, উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলামসহ বিভিন্ন পদবীর কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন সংস্থায় কর্মরত ১৭৪ জন আনসার সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও