মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং পবিত্র রমজান উপলক্ষে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),দিনাজপুর সেক্টর সদর দপ্তর এবং দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর উদ্যোগে ২ শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর কুঠিবাড়ি সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে বিজিবি ব্যবস্থাপনায় অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নেল মো: আহসান উল ইসলাম সহ বিজিবি’র কর্মকর্তাবৃন্দ।
সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান উপলক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিজিবি দিনাজপুর এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বিজিবি’র সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড
দিনাজপুর শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান পুলহাট বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড এর আয়োজনে মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।ইফতার মাহফিলে দিনাজপুর চেম্বারের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পেশাজীবী, দিনাজপুর রোটারি ক্লাবের সদস্যবৃন্দ,সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন। উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক অহিদুর রহমান পাটোয়ারী মানিক ও মিজানুর রহমান পাটোয়ারী বাবু দোয়া ও ইফতার মাহফিলে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দদের অভ্যর্থনা জানান। দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দের সম্মানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন। দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বড়মাঠ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম।
শংকরপুর মুশিতুল্যা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর মুশিতুল্যা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র মাতা নাজমা রহিম এর রোগমুক্তি কামনা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা ও শুভাকাঙ্খিদের রুহের মাগফিরাত কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার শংকরপুর ইউনিয়নের শংকরপুর মুশিতুল্যা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র মাতা নাজমা রহিম এর রোগমুক্তি কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম লাবিবুল ইসলাম লাবু’র সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচকুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাতলুবুল মামুন। স্বাগত বক্তব্য রাখেন মুশিতুল্যা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম, করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সামিদুর রহমান, মাকিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক প্রমুখ।
লক্ষীতলা বুড়া দিঘি মাদ্রাসা
দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের লক্ষীতলা পূর্বমহেশপুর বুড়া দিঘি নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’র আয়োজনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র মাতা নাজমা রহিম এর রোগমুক্তি কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসহাক চৌধুরী। মঙ্গলবার দিনাজপুর সদরের শংকরপুর ইউনিয়নের লক্ষীতলা পূর্বমহেশপুর বুড়াদিঘি নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের পূর্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র মাতা নাজমা রহিম এর রোগমুক্তি কামনা এবং দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আবু সাঈদ।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল ও দো’আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্য উপজেলা বিএনপি এ ইফতার মাহফিল ও দো’আনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।উপজেলা বিএনপি’র আহŸায়ক আলহাজ্ব মো. মজিবর রহমান শাহর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক জেলা পরিষদের সদস্য মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়নের সঞ্চালনায় খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক সাঈদ আহমেদ সেলিম বুলবুল, যুগ্ম আহŸায়ক ও ভাবকি ইউপি চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন, চিরিরবন্দর উপজেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ মমিনুল ইসলাম, মেজবাহুল ইসলাম, শামসুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মো. জুয়েল রানা জিহাদ প্রমূখ বক্তব্য রাখেন।