বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নেশাদ্রব্য ট্যাবলেট বিক্রেয়ের দায়ে আল-আমীন নামের মাদক কারবারির ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মোঃ আল-আমিন (২৩) উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মোঃ রহিম উদ্দিনের ছেলে। শনিবার (২৬ আগষ্ট -২০২৩) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী মাদকদ্রব্য বিক্রয়ের অপরাধে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। শুক্রবার রাতে বীরগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আল-আমিনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেয়। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে মাদক কারবারি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান,বীরগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত করার লক্ষে, মাদকদ্রব্য অপব্যবহার রোধে বীরগঞ্জ উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।