রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: স্বেচ্ছায় কবরস্থানের ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন গোগোর চৌরাস্তা তরুন সমাজ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাসেবী যুবকদের এমন কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। মুসলিম কবরস্থানের প্রায় ৫০ বিঘা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে তাঁরা।
স্থানীয়রা জানায় ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ডাকাডাঙ্গী মুসলিম কবরস্থানটি হালকা বৃষ্টিতে পানি জমে ঘাস ও লতাপাতায় ছেয়ে যায়। ময়লা-আবর্জনার সাথে ঝোপ-ঝাড়-জঙ্গলে পরিণত হয় কবরস্থানটি। মৃত ব্যক্তিদের কবর দেওয়ার পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছিল।
এ অবস্থা দেখে ঝাড়বাড়ি গোগোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন ও সুমন রানা এলাকার কিছু যুবকদের নিয়ে স্বেচ্ছায় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে প্রায় ২ শত ২০ জন যুবক প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত নিরলসভাবে কবরস্থান পরিষ্কারের কাজ করেছেন। এ কাজ শেষ করতে প্রায় ২ শত ২০ জন যুবকের ২ দিন সময় লেগেছে বলে জানিয়েছে যুবকরা। এলাকাবাসী আর্থীক ভাবে তাদের সহায়তায় এবং স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার কাজে অংশ গ্রহন করছেন ।
কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্যোক্তা আল মামুন বলেন, আমরা সমাজের অনেক সমস্যার সমাধানে কর্তৃপক্ষের অপেক্ষায় থাকি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে তাদের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে কাজ করি, তাহলে সেই সকল সমস্যাও দ্রুত সমাধান হতে পারে। আর এই চিন্তা ধারার বহিঃপ্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্যে আমাদের একটি পদক্ষেপ।
লেহেম্বা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য রুহুল আমিন বলেন , কবরস্থানটিতে ঘাস ও লতাপাতায় জঙ্গলে পরিণত হয়েছে। এতে মৃত ব্যক্তিদের কবর দেওয়ার পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছিল। এ অবস্থা দেখে স্থানীয় “গোগোর চৌরাস্তা তরুন সমাজ ’ সংগঠনের যুবকরা স্বেচ্ছায় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ করতে আগ্রহ প্রকাশ করলে তাদেরকে সমর্থন দিয়েছি। পরে তারা ২ শতাধীক যুবক নিরলসভাবে কাজ করে কবরস্থানটি পরিষ্কার করেছে। আমি আশা করি এ সংগঠনটি এমন সামাজিক কাজ অব্যাহত রাখবে।
কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন কাজে অংশ গ্রহণকারী যুবকদের উৎসাহ দিতে ওইখানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য দবিরুল ইসলাম, ইব্রাহীম আলী, লেহেম্বা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি আরমান কায়সার জুয়েল, ৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি আকাশ আলী মুনসুর, সাধারণ সম্পাদক রিপন সাফি, সেচ্ছাসেবক হারুনউর রশিদ, সুমন,আলম,নয়ন,জাকির,সফিকুল, শাওন সহ আরো আনেকেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক  উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

পঞ্চগড়ে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

সেনাবাহিনীর উদ্যোগে দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা খাদ্য সামগ্রী বিতরণ

পীরগঞ্জে শীতার্তদের পাশে আমেরিকা প্রবাসি

সুইহারী ইউনিয়ন ক্লাবের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৭০ বছর পর নিজের ঠিকানা পেলেন অন্ধ আক্তার হোসেন !

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের  নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত

৩ ঘন্টার ব‍্যবধানে হরিপুরে আগুনে পুড়ল আরও ১৬টি বসত ঘর

দিনাজপুর আর্ট একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু