দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের কাউগাঁ মোড় সংলগ্ন মৃত: হরিমনি দ্যাস্যা কর্তৃক প্রতিষ্ঠিত ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে প্রতিবছরের মতো এবারেও পূজা অর্চনা ও ঐতিহ্যবাহী দধি-কাদো খেলা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
রাজাপুকুর সত্য নারায়ণ ঠাঁকুর দেবোত্তর কমিটির সভাপতি ও সেবায়েত নবকুমার সাহার সভাপতিত্বে দধি-কাদো খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী রানা। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা শ্রী রনজিৎ কুমার রায়, শ্রী মোদন কুমার দাস, শ্রী জগদীশ চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার গণসংযোগ সম্পাদক কাশী কুমার দাস। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন কমিটির সহ সভাপতি টিটোন কুমার মহন্ত ও সঞ্জিব কুমার রায়।
প্রধান অতিথি ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মকছেদ আলী রানা বলেন রাজাপুকুর হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের যে প্রশাসনির জটিলতা রয়েছে তা নিস্পত্তি হলে আমি ব্যক্তিগত ভাবে সত্য নারায়ণ ঠাঁকুরের পাকা মন্দির নির্মাণ করার জন্য সহযোগিতা করবো। এছাড়া প্রতিবছর দধি-কাদো খেলা বড় আকারে যেন অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও আমি আর্থিক সহযোগিতা করে যাবো। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।