দিনাজপুরে বিভিন্ন ঔষুধের ফামের্সীতে অভিযান চালিয়ে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে ১০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী ।
এসময় মেডিকেল ফার্মা নামক ঔষধের একটি ফার্মেসীতে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে ৫হাজার ও একই অপরাধে পয়গাম ফার্মেসীকে ৫হাজার টাকা জরিমানা করা হয় ।এসময় ফর্মেসী গুলোতে স্যালাইনের মূল্য তদারকির পাশাপাশি প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্যের বেশি না নিতে সতর্ক করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী ।
অনিয়ম পেলে সকলকে তথ্য দিয়েও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।