প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে
পঞ্চগড়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
পঞ্চগড় প্রতিনিধি\ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি শিশু কিশোরদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় একাডেমির সহসভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ন‚রনবী জিন্নাহ, সদস্য শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন। রচনা প্রতিযোগিতার দু’টি গ্রæপের বিষয় ছিল উন্নয়নের মহাকবি, মানবতার মা, স্মার্ট বাংলাদেশের রুপকার এবং চিত্রাংকন প্রতিযোগিতার তিনটি গ্রæপের বিষয় ছিল বাংলাদেশ ও শেখ হাসিনা, উন্নয়নের মহাকবি ও মানবতার মা ও স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা। দ’ুটি বিভাগের পাঁচটি গ্রæপে প্রায় একশ শিশু কিশোর অংশ নেয়। আগামী ২৯ সেপ্টেম্বর বিকালে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।