বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই স্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ পালিত হয়েছে। সোমবার(২ অক্টোবর -২০২৩) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনি। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।