হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দিপনার মাধ্যমে উদযাপন ও পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা অডিটোরিয়ামে বুধবার (৪ অক্টোবর) সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রবাদ পাঠক, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি প্রমুখ।
এছাড়াও সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক, সামাজিক- রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।