হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) বিকাল সাড়ে চারটায় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতবাদে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,সহসভাপতি আব্দুল জলিল, সহসভাপতি আমজাদ হোসেন,সহসভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প,
যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন রিপা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।