পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বাষির্কীতে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি বিষ্ণু পদ রায়ের আয়োজনে প্রতিষ্ঠা বাষির্কী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়মী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য ও সাবেক এমপি ইমদাদুল হক।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, স্বাধীনতা শিক্ষক পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য নুরনবী চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন, পীরগঞ্জ উদীচীর শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের অর্থ সম্পাদক সুপাল চন্দ্র রায়, সাংবাদিক মোকাদ্দেশ হায়াত মিলন, মুনছুর আহম্মেদ, বাদল হোসেন, আবু তারেক বাঁধন, ফাইদুল ইসলাম, লিমন সহ স্থানীয় গণ্যমান ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।