রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে ইএসডিও সংস্থার অধীনে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
প্রকল্পটি শুরুর দিকে বেশ সেবা মূলক কার্যক্রম চললেও বর্তমানে তা ভেস্তে যেতে বসেছে। রাস্তার ধারে দেখা মিলছেনা বসাক পাতা, লেবুর গাছ, সজনা গাছ, করোনার অজুহাতে বন্ধ রয়েছে ৪০টি সমৃদ্ধি স্কুল, গ্রামাঞ্চলে দেখা মিলছেনা স্বাস্থ্য সেবিকাদের। সকল কার্যক্রমের অন্তরালে সংস্থাটি শুরু করেছে ১২% সুদে ঋন কার্যক্রম।
আমজুয়ান গ্রামের রুহুল আমিন জানান, আমি সে প্রকল্পের কমিটি সদস্য ছিলাম প্রতি মাসে এলাকা ভিক্তিক সভা ডেকে রেজুলেশন খাতায় স্বাক্ষর হতো । দীর্ঘদিন ধরে তার কোন হদিস নেই। ওয়ার্ড ভিক্তিক সমৃদ্ধি ঘর নির্মাণ হলেও তা কেউ ব্যবহার করছে ব্যক্তিগত হিসাবে কেউ বা আবার রেখেছে বন্ধ। সংস্থাটি প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজ অথবা স্থানীয় চিকিসৎকদের দিয়ে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করলেও তা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
এ প্রসঙ্গে সমৃদ্ধি প্রকল্পের ইপিসি তপন কুমার দাস বলেন, ভাই আগের মতো সে কার্যক্রম নেই শুধু সেবিকারা গ্রামে গ্রামে যাচ্ছে, আর ঋন কার্যক্রমটি চলছে জোরেশোরে। বর্তমানে সমৃদ্ধির ৫জন, ঋন কার্যক্রমের ৩ন স্টাফ এখানে কর্মরত রয়েছে।