দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল এর যৌথ উদ্যোগে আসন্ন দূর্গা পুজাকে সামনে রেখে পৌর শহরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে আট টায় দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের সিএসডি গোডাইনের সামনে থেকে এ অভিযান শুরু হয়ে ষষ্ঠিতলা মোড়,বাহাদুরবাজার মোড়,পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রোড, রেডক্রিসেন্ট,সংগীত কলেজ মোড়সহ পৌর শহরের বিভিন্ন মোড় থেকে ময়লা অপসারণ করা হয়।
পরিস্কার-পরিছন্নতার এই অভিযানে দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ও দিনাজপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোঃ আরিফুল ইসলাম ময়লা অপসারণের স্থান গুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, প্রতিনিয়ত রাস্তা, খেলার মাঠ-পার্কসহ ভবনের বাইরে বিভিন্ন ধরনের ময়লা-আর্বজনা, থুথু, পানের পিক, খাবারের প্যাকেট, বোতল, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এলাকার সৌন্দর্য্যহানিও ঘটছে। পরিস্কার-পরিচ্ছন্ন একটি এলাকা এলাকাবাসীর মর্যাদা বৃদ্ধি করে।
সকলের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, খাদ্যদ্রব্য ও ব্যবহৃত পন্যসামগ্রীর প্যাকেট এবং প্লাস্টিকের বোতল যত্রতত্র না ফেলা, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে ময়লার পাত্র ব্যবহার, বাড়ি, প্রতিষ্ঠান ও দোকানের সামনে নিজ দায়িত্বে পরিস্কার রাখা, জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ড্রেন ও সুয়ারেজ লাইনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, ময়লার পাত্র না থাকলে নিরাপদ স্থানে ময়লা-আবর্জনা ফেলা, শৈশব থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে আপনার সন্তানদের অভ্যস্ত করার জন্য অনুরোধ করেন তিনি।
এই পরিস্কার-পরিছন্নতা অভিযানে পৌরসভার হয়ে সহযোগিতা করছেন পরিস্কার-পরিছন্নতা শাখার সি আই নাঈম উদ্দিন ও মোস্তাফিজুর রহমান,আব্দুল আজিজ প্রমুখ।