রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে গৃহবধূকে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, স্বামী ও ননদত পলাতক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৫, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নাজমা নামে এক গৃহবধূ কে ঠান্ডা মাথায় খুন করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর’২০২৩) সন্ধ্যা ৭টায় উপজেলার মরিচা ইউনিয়নের নাগরি-সাগরি পাইকাকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাজমা (২২)। তিনি বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের নাগরি সাগরি পাইকারপাড়া গ্রামের কুখ্যাত দাদন ব্যবসায়ী সাঈদের তৃতীয় স্ত্রী ও নিজপাড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের নুরুল ইসলামের কন্যা । সাঈদের সাথে গত মাত্র তিন মাস পূর্বে আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়। স্বামী-স্ত্রী পাইকারপাড়ার বাবার ভিটায় থাকতেন।

রহস্যাবৃত ঘটনায় নিহত নাজমার বাবা নুরল ইসলাম, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় সাঈদ এবং তার বোন শাহনা মুন ঘটনার সময় ঐ বাড়িতে অবস্থান করছিল।

নাজমাকে হত্যা করে তারা বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছে।

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কল) খোদাদাদ সুমন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সে সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, মেম্বার রফিকুল ইসলামসহ অসংখ্য জনগন উপস্থিত ছিলেন।

সাঈদের বাবা দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক মহসিন আলী জানান, ছেলের সাথে আমার কোন বনিবনাত নাই এবং সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি স্ত্রীসহ অন্যত্র ভাড়া বাসায় বসবাস করি।

এ ব্যপারে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি মঈনুল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরাতহাল রিপোর্ট তৈরি করেন।

তিনি আরও জানান, বীরগঞ্জ থানায় একটি ইউডি মামাল করা হয়েছে এবং লাশ উদ্ধার করে পোস্ট মোর্টেমের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

তবে মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। মরদেহের ময়না তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে কোভিডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরন

বীরগঞ্জে তিন পুলিশ কর্মকর্তার বদলি জনিত বিদায় অনু্ষ্ঠান

জাতীয়তাবাদী জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপি‘র সাধারণ সদস্য পদ থেকে সাদেকুল ইসলামের পদত্যাগ

রাণীশংকৈলে সংবেদনশীল সভা

​রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত লোকজনের মানববন্ধন ও আলটিমেটাম

বালিয়াডাঙ্গীতে ১৩৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

পঞ্চগড়ে মহাপরিচালকের পক্ষ থেকে আনসার ও ভিডিপির বৃক্ষরোপন অভিযান

সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি