চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ড্রেন থেকে আইরিন আক্তার আলো (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৬ অক্টোবর সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের নদীরপাড় নামকস্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আইরিন আক্তার আলো রানীরবন্দরের নশরতপুর গ্রামের নদীরপাড়ের মো. আলম হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রানীরবন্দরের সমিতির ডাঙ্গার পূর্বপাশে ইছামতি নদীর তীরে ড্রেনের মধ্যে আইরিন আক্তার আলোর (২০) মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশে সংবাদ দেন। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাড়ির পূর্বপাশ থেকে বাঁশঝাড়ের নিচে ড্রেনের মধ্য হতে হাত বাঁধা অবস্থায় আলোর মরদেহ উদ্ধার করে সুরতহাল করেন এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।